বদলায় নদীর স্রোত গতি পথ;
বদলায় মানুষ, সৎ-অসৎ।
বদলায় রাজা, বদলায় রানী;
সাগর সম নদী শুকায়, হারায় পানি।
নাচে নাচে তাল বদলায়, গানে গানে সুর।
ফিকে রঙে হয়ে যায়, স্মৃতি সুমধুর।
ঋতুরা বদলায়, ঝরে যায় পাতা।
কবিতারা ডানা মেলে, শূন্য খাতা।
সম্পর্ক বদলায়, বদলায় কথা;
বদলায় মানুষের নৈতিকতা।


কালকে যে আপন, আজকে সে নয়;
পান শেষে ভরা কলস, শূন্য পরে রয়।
গল্প শেষ হয়, উল্টালে পাতা;
ভালোবাসা শেষ হয়, ফুরালে কথা।


সময়ের সাথে বদলে যায় সব কিছু,
পৃথিবীর কোন কিছু চিরস্থায়ী নয়।


ছবি: ক্রিস লটন