
কিন্তু এই আন্তর্জাল পুঁথিটি আরিফুর রহমানের অভিজ্ঞতা, জীবন দর্শন, ভাবনা আর চিন্তা চেতনা অক্ষরে চিত্রায়ণের পট। এখানে তিনি তার নিত্য নতুন বাংলা গদ্য রচনা সমূহ প্রকাশ করে থাকেন। পদ্য রচনা বা আরিফুর রহমানের শ্লোক সমূহ পড়তে এই লিংকে যেতে পারেন
উল্লেখ্য, এই পুঁথিতে প্রকাশিত প্রতিটি রচনা আরিফুর রহমানের নিজস্ব অভিজ্ঞতা, ভাবনা ও চিন্তা চেতনার ফসল। প্রতিটি রচনা মৌলিক বিধায় অনুমতি ব্যতীত কোন নিবন্ধের আংশিক বা সম্পূর্ণ অনুলিপি করা বা অন্য কোন মাধ্যমে পুনঃপ্রকাশ করা নিষেধ। প্রয়োজনে যোগাযোগ করুন।