কিছু দিন আগে হঠাৎ করে গোঁফ রেখেছিলাম।
গোঁফের কারনে প্রথম দেখাতেই অনেকে আমাকে দক্ষিণ ভারতীয় তামিল নয়তো শ্রীলঙ্কান ভেবে বসে থাকতো।
এমনটাই হয়েছিলো বেশ কদিন আগে নরওয়েজিয়ান শিল্পীদের সাথে বড় দিনের মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠানে।
আমার পাশে বসা এক শিল্পী আমাকে জিজ্ঞাসা করলেন, কোথায় থাকেন? জবাবে বললাম দ্রবাক।
তিনি বললেন দ্রবাক সুন্দর শহর, কার্টুনিষ্টদের শহর, কার্টুনিষ্ট গ্যালারী আছে, বাংলাদেশী এক কার্টুনিষ্ট আছে যিনি নিজ দেশে কার্টুন এঁকে জেল খেটেছিলেন, নির্যাতিত হয়েছিলেন তিনিও আপনার মত দ্রবাকেই থাকেন।
আমি মুচকি হেসে জিজ্ঞাসা করলাম, আপনি ঐ কার্টুনিষ্টকে চেনেন?
তিনি জবাবে বললেন, না কখনো দেখা হয়নি তবে তার সম্পর্কে পত্রিকায় পড়েছি।
আমি মুচকি হেসে বললাম, আচ্ছা।
আমাকে মুচকি মুচকি হাসতে দেখে, তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি তাকে চেনেন? মানে, ঐ বাংলাদেশি কার্টুনিষ্ট কি আপনার বন্ধু?
আমি বললাম, জ্বি না, তিনি আমার বন্ধু নন, আমিই তিনি।
আমার জবাব শুনে তিনি নড়েচড়ে বসলেন এবং উচ্চ স্বরে হাসতে হাসতে বললেন, সত্ত্যি! আপনিই সেই কার্টুনিষ্ট?
উনার অট্ট হাসির কারনে পাশে যারা বসেছিলেন তারা কথোপকথন থামিয়ে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি?! এতো হাসির কি হলো?
তখন তিনি হাসি থামিয়ে, আমাকে দেখিয়ে বললেন, আমি এর কাছে এর গল্পই করছিলাম। এবং তাদেরকে আমার সম্পর্কে বিস্তারিত বললেন।
পরে তিনি আমাকে জানিয়েছিলেন যে, প্রথমে আমাকে দেখে দক্ষিণ ভারতীয় তামিল বা শ্রীলঙ্কান ভেবেছিলেন।