ডাইনোসর কত বছর আগে পৃথিবীতে বিচরণ করত, এবং কিভাবে তারা বিলুপ্ত হয়ে গিয়েছিল তা বোঝার জন্য, তথাকথিত কোন সাক্ষীর জবানবন্দীকে প্রমাণ হিসেবে ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় না।। ডাইনোসরের জীবাশ্ম নিয়ে গবেষণা করলেই সঠিক সত্য পাওয়া যায়।
অনুরূপ, কোন কোন বিষয়ের সত্যতা যাচাই করার জন্য সর্বদা সাক্ষী প্রমাণের দরকার হয় না। আশেপাশে জীবাশ্মর মত ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য উপাত্ত নিয়ে, সরল যোগ বিয়োগ অংকের নিয়মে হিসাব নিকাশ করলেই সত্য উপলব্ধি করা যায়। সত্যকে উপলব্ধি করার জন্য সর্বদা প্রত্নতাত্বিক হওয়ার প্রয়োজন নাই।

ডাইনোসর
চিত্রে ডাইনোসর, স্টিফেন লিওনার্দি'র চিত্র। 
আরো পড়ুন: মূল্যায়ন এবং বিশ্বাস যোগ্যতা, আরিফুর রহমানের সংলাপ: ২