একটা দেশ ছিল সেই দেশের একটা ছেলে ছিল। দিন রাত সে ছবি আঁকতে খুব ভালোবাসতো। টুকটাক সে গল্প - কবিতাও লিখতো। রবীন্দ্রনাথ তার অনুপ্রেণার একটি বিরাট অংশ জুড়ে ছিল। তাই সে রবীন্দ্রনাথের মত শিল্পের সকল শাখা প্রশাখায় ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখতো। সে অনেক আত্ম বিশ্বাসী ছিল। সে বিশ্বাস করতো মানুষ চেষ্টা করলে অনেক দুঃসাধ্য কে সাধ্যে পরিণত করতে পারে।
দু চোখে তার অনেক স্বপ্ন। সে স্বপ্ন দেখে তার সৃজনশীল শিল্পকর্ম দিয়ে বিশ্বকে জয় করবে।
জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়বনের জন্য
আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা করা উচিত।
দু চোখে তার অনেক স্বপ্ন। সে স্বপ্ন দেখে তার সৃজনশীল শিল্পকর্ম দিয়ে বিশ্বকে জয় করবে।
জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়বনের জন্য
আত্মবিশ্বাসের সঙ্গে চেষ্টা করা উচিত।
ছবি: জোহানেস প্লেনিও |