একটা ঝোপের ভিতরে একটা বুনো খরগোশ থাকতো।  খরগোশটাকে দেখতে পেয়ে বিড়াল জিজ্ঞাসা করলো। তুমি যে ঝোপে ঝাড়ে সারাদিন ঘুরে বেড়াও তোমার ভয় করে না? আমার তো জঙ্গলের থাকার কথা মনে হলেই ভয়ে গলা শুকিয়ে আসে।

খরগোশ জবাবে বললো, আমার জন্ম বেড়ে ওঠা সবই এই জঙ্গলের ভিতরে। আমার বরং লোকালয়ে থাকার কথা মনে হলেই ভয়ে গলা শুকিয়ে আসে।


যার যে পরিবেশে জন্ম সে তার আপন পরিবেশই বেশি স্বাচ্ছন্দ্য  বোধ করে। 
বিড়াল আর খরগোশ
ছবি: জেসন লেইং