এক বিড়াল ছিল। সে প্রকৃত পক্ষে কর্মঠ ছিল। অন্যদের কাজ করার ক্ষেত্রে সে দায়িত্ব নিয়ে কাজ সম্পাদন করতো যথা সময়ে। কিন্তু নিজের ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে সে ছিল খুব অলস। এই যেমন বন্ধু বান্ধবের ইমেইলের উত্তর দেয়া, কাউকে কাজের পারিশ্রমিক চেয়ে ইমেইল পাঠানো, দাড়ি কামানো, কাপড়-চোপড় ধোয়া ইত্যাদি। সে কর্ম ব্যস্ততার কারণে অবসর কাটানোর সময় খুবই কম পেতো, তারপর এইভাবে অলসতা করার কারণে তার কাজ জমে জমে পাহাড় সমান উঁচু আকার ধারন করলো। বন্ধুদের ইমেইলের জবাব না দেয়ার কারণে বন্ধুরা তাঁকে অহংকারী ভেবে পরিত্যাগ করলো, সেই সাথে পাহাড় সমান কাজের চাপ তাঁকে পীড়া দিতে লাগলো।

শেষ অব্দি তার অনেক কাজ অসম্পন্নই থেকে গেল।

সময়ের কাজ সময় থাকতেই সম্পন্ন করা উচিৎ। 

অলসতা
ছবি: মিখাইল ভাসিলিভ