আমার দাদা-দাদী যখন জন্মগ্রহণ করেছিলেন,
তখন জন্মসূত্রে তারা ছিলেন ব্রিটিশ ভারতীয় নাগরিক।
কারণ সে সময়ে আমাদের বঙ্গভূমি ভারতবর্ষের অংশ ছিল,
আর ভারত তখন ব্রিটিশদের উপনিবেশ ছিল।


আমার বাবা-মা যখন জন্মগ্রহণ করেছিলেন,
তখন জন্মসূত্রে তারা ছিলেন পাকিস্তানি নাগরিক।
কারণ সে সময়ে আমাদের বঙ্গভূমি পাকিস্তানের অংশ ছিল,
এবং বাংলাদেশ তখন পাকিস্তানের উপনিবেশ ছিল।


আমি যখন জন্মগ্রহণ করেছিলাম,
জন্মসূত্রে আমি  তখন একজন বাংলাদেশী নাগরিক ছিলাম।
কারণ আমরা তখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিলাম।
এটি আমার গল্প, আমাদের গল্প।

আমাদের পরবর্তী প্রজন্ম গল্পটাকে সম্প্রসারিত করবে,
তাঁরা আমার না বলা অংশটুকু বলবে,
এবং গল্প অবিরত থাকবে।


পাদটীকা: সময়ের সাথে কচুরিপানার মত মানুষের পরিচয় বদলে যায়, এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা হলেও বাংলাদেশের কমবেশি সব অঞ্চলের জলাশয়ের এর দেখা মেলে। কচুরিপানা এখন বাংলার জলজ উদ্ভিদ। 

আরিফুর রহমান 
দ্রব্যাক, নরওয়ে


উল্লেখ্য: নরওয়ের নাগরিকত্ব পাওয়ার পর কবিতাটি ২৫ জুন ২০১৮ সালে লেখা। প্রথম প্রকাশ হয়েছিল আমার ব্লগে।